
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: রামপুরহাটের ঘটনা নিয়ে শাসকদলের দুই নেতার দুই সুর! একদিকে পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জি অন্যদিকে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। বিধানসভায় দাঁড়িয়ে পার্থ চ্যাটার্জি বললেন, “দুর্ভাগ্যজনক ঘটনা। এটা মনে হচ্ছে ওখানে কোনও বড়সড় রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে। রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই ষড়যন্ত্র। রাজ্য সরকার এই ঘটনায় কড়া পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার।” এদিকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন। অনুব্রত মন্ডল বলেন,”১২টার সময় আগুন লেগেছে। শর্ট সার্কিট না কী, দেখা হচ্ছে।”