রামপুরহাট কাণ্ডে এবার সিবিআই স্ক্যানারে সাসপেন্ড আইসি

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:বগটুই কাণ্ডের তদন্তে এবার রামপুরহাট থানার আইসি-কে তলব করল সিবিআই। ঘটনার দিন ঠিক কী হয়েছিল তা জানতে সাসপেন্ডেড আইসি ত্রিদীপ প্রামাণিককে জেরা করা হবে। আজ, মঙ্গলবার তাঁকে বগটুইয়ে অস্থায়ী ক্যাম্পে জেরা করা হবে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। এর আগে রামপুরহাটের সাসপেন্ডেড এসডিপিও সায়ন আহমেদকে জেরা করেছে সিবিআই। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর আইসিকে জেরা করতে চাইছে। তাঁকে জেরা করে একাধিক তথ্য হাতে আসতে পারে বলে অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। কেন তিনি ঘটনার দিন পুলিশ পাঠাননি তা নিয়েও প্রশ্ন করতে পারেন তদন্তকারীরা।রামপুরহাট হাসপাতাল, বগটুই মোড় ও হাইওয়ে সংলগ্ন এলাকায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করল সিবিআই। বগটুই গ্রামে কোনও সিসিটিভি না থাকায় ঘটনার সময়ের ফুটেজ পাওয়া যায়নি। তবে হাইওয়ে ধরে দুষ্কৃতীরা গ্রামে ঢুকেছিল কি না তা জানার জন্য হাইওয়ে ও বগটুই মোড়ের ফুটেজ সংগ্রহ করা হল। একইসঙ্গে ঘটনার দিন রাতে বগটুই গ্রামের আগুন নেভাতে আসা দমকলের অফিসার ও ফায়ার অপারেটরদের তালিকা ধরেও তলব করার প্রক্রিয়া শুরু করছেন তদন্তকারীরা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।