
রাশিয়া – ইউক্রেন সঙ্কটে ঝাঁঝ মধ্যবিত্তের পকেটে নিজস্ব প্রতিবেদন: অনেকেই বলবেন সুদূর ইউক্রেনে রাশিয়া হানা দিলে সরাসরি ভারতীয় মধ্যবিত্তের সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যদি সত্যিই দু দেশের মধ্যে যুদ্ধ লাগে তাহলে আঁচ পড়বে এদেশেও। প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে গম পর্যন্ত বিভিন্ন পণ্যের দাম অদূর ভবিষ্যতে বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হেঁশেলে সূর্যমুখীর তেল দিয়ে নানা পদ তৈরি হয়। যুদ্ধ যদি সত্যিই হয় তাহলে ইউক্রেন থেকে সূর্যমুখী তেলের আমদানি বন্ধ হবে। যা ভারতে সূর্যমুখী তেলের দামে আগুন ধরিয়ে দেবে। কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা চালালে সেই দাম যে কোথায় গিয়ে ঠেকবে তা পরিস্কার করে বলতে পারছেন না কেউই। ফলে আতঙ্কে আছেন এ দেশের মধ্যবিত্তরা। পাশাপাশি, সমস্যা দেখা দেবে গমেও। রাশিয়া বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক এবং ইউক্রেন চতুর্থ বৃহত্তম গম রপ্তানিকারক। গমের মোট বিশ্ব জুড়ে রপ্তানির প্রায় এক-চতুর্থাংশ দেশ দুটির থেকে আসে। এছাড়া রাশিয়া-ইউক্রেন সংকট অব্যাহত থাকলে ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে। ভারতের মোট আমদানির প্রায় ২৫ শতাংশই তেল। ভারত তার তেলের চাহিদার ৮০ শতাংশের বেশি আমদানি করে। তেলের দাম বৃদ্ধি চলতি অ্যাকাউন্টের ঘাটতিকে প্রভাবিত করবে। এমনকি রাশিয়া – ইউক্রেন সঙ্কটে দাম বাড়তে পারে ধাতু ও প্রাকৃতিক গ্যাসেরও।