লন্ডনে ডোনার বসন্ত উৎসব 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: কলকাতায় না থাকলে রং খেলব না তা কি কখনো হয়? সেই উদ্যোগই হাতে তুলে নিলেন নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী। প্রবাসের মাটি রাঙ্গিয়ে দিলেন সৌরভ-জায়া, উদযাপন করলেন বসন্ত উৎসব। বিলেতের হাই কমিশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় বসন্ত উৎসবর হাওয়া বইল  লন্ডনে। ডোনা জানান, লন্ডনে ইন্ডিয়ান কালচার এর নৃত্যশিল্পী খুবই বিরল, তাই ৫ দিন ধরে ওয়ার্কশপের মাধ্যমে অনেককেই ভারতীয় নৃত্যের কৌশল শেখাতে হয়েছে। তবেই বসন্ত উৎসব সফল হয়েছে। তিনি এও বলেন, “প্রতিবছর কলকাতায় ১০০০-২০০০ মানুষের সাথে বসন্ত উৎসব পালন করি। লন্ডনে মেয়ের জন্যই আসা। তা বলে বসন্ত উৎসব কীকরে বাদ দিই? তাই লন্ডনে আয়োজন করতে হলো”। আর ডোনার আয়োজনে এই বসন্তোৎসবের আমেজে মেতে উঠেছিলেন লন্ডনবাসী সহ প্রবাসীরাও। উল্লেখ্য, সৌরভ এবং ডোনার মেয়ে সানা গাঙ্গুলী সম্প্রতি লন্ডন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হয়ে গেছেন। তাকে সঙ্গ দিতেই মা ডোনা এখন লন্ডনে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।