
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : ২০ মে শুক্রবার মুক্তি পেয়েছে শিবপ্রসাদ এবং নন্দিতা র ছবি বেলাশুরু। ছবির মুখ্য চরিত্র সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতিলেখা সেনগুপ্ত। মুক্তির প্রথমদিন থেকেই ছবিটি বক্স অফিস ঝড় তুলেছে। মুক্তির এক সপ্তাহ পরে আগামী ২৭মে সারা ভারতে মুক্তি পেতে চলেছে এই ছবি। এই খবরটি পেয়েই ‘বেলাশুরু’ ছবির অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে শুভেচ্ছা জানান আরবাজ খান। নিজের ইনস্টাগ্রামে ‘বেলাশুরু’ ছবির পোস্টার শেয়ার করে, ঋতুপর্ণাকে ছবির সাফল্য নিয়ে শুভেচ্ছা জানান আরবাজ।
