শুরু মাধ্যমিক, ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: আজ সোমবার থেকে শুরু হলো ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। এবারে মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৫ লক্ষ ৫৯জন ও ছাত্রীদের সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪জন। গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে রাজ্যে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। মাধ্যমিক শুরুর দিনেই পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে টুইটে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ‘২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল একগুচ্ছ শুভেচ্ছা। এটা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আত্মবিশ্বাসী থাক, ঠিকই সাফল্যের মুখ দেখবে তোমরা। সবাইকে অনুরোধ করব এই বড় পরীক্ষা সফল ভাবে সংগঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। আমার প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের সবার জন্য রইল শুভেচ্ছা।’ উল্লেখ্য এবারে মোট ১৪৩৫টি পরীক্ষার সেন্টার থাকছে। সাব-ভেনু থাকছে ২ হাজার ৭৫৯টি। সব মিলিয়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৪ হাজার ১৫৪টি। এদিন সকাল পৌনে ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় দেওয়া হবে ১৫মিনিট। ১২টায় শুরু হবে পরীক্ষা, চলবে দুপুর ৩টে পর্যন্ত। গত বছর কোভিডের জন্য মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এবারে তাই কোভিডবিধি কড়া ভাবে মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই প্রত্যেক পড়ুয়াকে পরীক্ষাকেন্দ্রে মাস্ক পরে ঢুকতে বলা হয়েছে। সঙ্গে রাখতে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারও।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।