
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: আজ অর্থাৎ সোমবার থেকে দিল্লীর তাজ প্যালেস হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে রাইসিনার সংলাপের সপ্তম সংস্করণ।অনুষ্ঠানটির আয়োজন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অবজারভার রিসার্চ ফাউন্ডেশন।অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে, কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। এছাড়াও দুই দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন ইউরোপ-আমেরিকার বড় বড় দেশের প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীরা।বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচির থেকে জানা গেছে , এবার গণতন্ত্র, ব্যবসা, প্রযুক্তি ও মতাদর্শ পুনর্বিবেচনা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অস্থিরতা, সবুজ পরিবর্তন অর্জন, ওয়াটার গ্রুপের মতো বিষয় নিয়ে আলোচনা হবে।এর পাশাপাশি বৈশ্বিক সমস্যা, রাজনীতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে একে অপরের সঙ্গে মতামত শেয়ার করা হবে।