অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: প্রথম তিনটির মধ্যে দু’টি ম্যাচ জিতে মরশুমের শুরুটা কিন্তু ভালই করেছে কলকাতা নাইট রাইডার্স। এই কয়েকটা ম্যাচের মধ্যে শেল্ডন জ্যাকসন বেশ প্রভাবিত করেছেন এবং শেল্ডনের উন্নতিতে মুগ্ধ নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালামও।ম্যাকালাম এক সাক্ষাৎকারে বলেন, “শেলডনের এখন ৩৫ বছর বয়স। প্রতিদিনই ও আরও ক্রিকেটার হিসেবে নিজেকে দক্ষ করে তুলছে। বিগত দুই বছরে ওর উন্নতি চোখে পড়ার মতো। ও বল স্ট্রাইক করার দক্ষতা ভাল। স্ট্রাইকিংয়ের প্রসঙ্গে ওকে আমি রাখব আন্দ্র রাসেলের পিছনেই।আরও সুযোগ পেলে ওর ভাল পারফরম্যান্স নিশ্চিত। ওর উইকেটকিপিং দক্ষতা অসাধারণ। ওর মধ্যে আমি একটা এমএস ধোনিকে পাই।ও স্পিনটা খুবই ভাল বোঝে। ও জানে বাকি বোলাররা ভাল করছে। ও নিজেও ভাল করতে মরিয়া।”ম্যাকালাম শেল্ডনের উইকেটকিপিং এর দক্ষতার নিয়েও প্রশংসা করেন। ব্যাট হাতে নিজেকে প্রমাণিত না করতে পারলেও এখনো উইকেটের পেছনে নিজের ছাপ ইতিমধ্যেই রখেছেন।
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: প্রথম তিনটির মধ্যে দু’টি ম্যাচ জিতে মরশুমের শুরুটা কিন্তু ভালই করেছে কলকাতা নাইট রাইডার্স। এই কয়েকটা ম্যাচের মধ্যে শেল্ডন জ্যাকসন বেশ প্রভাবিত করেছেন এবং শেল্ডনের উন্নতিতে মুগ্ধ নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালামও।ম্যাকালাম এক সাক্ষাৎকারে বলেন, “শেলডনের এখন ৩৫ বছর বয়স। প্রতিদিনই ও আরও ক্রিকেটার হিসেবে নিজেকে দক্ষ করে তুলছে। বিগত দুই বছরে ওর উন্নতি চোখে পড়ার মতো। ও বল স্ট্রাইক করার দক্ষতা ভাল। স্ট্রাইকিংয়ের প্রসঙ্গে ওকে আমি রাখব আন্দ্র রাসেলের পিছনেই।আরও সুযোগ পেলে ওর ভাল পারফরম্যান্স নিশ্চিত। ওর উইকেটকিপিং দক্ষতা অসাধারণ। ওর মধ্যে আমি একটা এমএস ধোনিকে পাই।ও স্পিনটা খুবই ভাল বোঝে। ও জানে বাকি বোলাররা ভাল করছে। ও নিজেও ভাল করতে মরিয়া।”ম্যাকালাম শেল্ডনের উইকেটকিপিং এর দক্ষতার নিয়েও প্রশংসা করেন। ব্যাট হাতে নিজেকে প্রমাণিত না করতে পারলেও এখনো উইকেটের পেছনে নিজের ছাপ ইতিমধ্যেই রখেছেন।