নিজস্ব প্রতিবেদন: বিদায় নিয়েছে শীত, ইতিমধ্যেই বাংলায় বসন্তের আমেজ। তার মধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রাও। কিন্তু এই পরিস্থিতিতে আবার সপ্তাহান্তে বৃষ্টির ভ্রুকুটি। এর পিছনে মধ্য ভারত থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাকেই দায়ী করছেন আবহবিদেরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস, সকাল থেকে শহরের কিছু অংশে বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। শুক্রবার সকাল থেকেই তিলোত্তমার আকাশের মুখ ভার। যদিও গত কয়েক দিনের মত ঘন কুয়াশার চাদরে মোরা ছিল না সকালটা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। হাওয়া অফিসের তরফ থেকে জানিয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং মালদহ, দুই দিনাজপুরে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়াতেও বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। তাছাড়াও বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনাতেও। আবহবিদরা জানিয়েছেন, অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তা ঘনীভূত হয়ে তৈরি করতে পারে বজ্রগর্ভ মেঘ। আর তা থেকেই বৃষ্টি হতে পারে।
নিজস্ব প্রতিবেদন: বিদায় নিয়েছে শীত, ইতিমধ্যেই বাংলায় বসন্তের আমেজ। তার মধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রাও। কিন্তু এই পরিস্থিতিতে আবার সপ্তাহান্তে বৃষ্টির ভ্রুকুটি। এর পিছনে মধ্য ভারত থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাকেই দায়ী করছেন আবহবিদেরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস, সকাল থেকে শহরের কিছু অংশে বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। শুক্রবার সকাল থেকেই তিলোত্তমার আকাশের মুখ ভার। যদিও গত কয়েক দিনের মত ঘন কুয়াশার চাদরে মোরা ছিল না সকালটা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। হাওয়া অফিসের তরফ থেকে জানিয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং মালদহ, দুই দিনাজপুরে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়াতেও বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। তাছাড়াও বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনাতেও। আবহবিদরা জানিয়েছেন, অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তা ঘনীভূত হয়ে তৈরি করতে পারে বজ্রগর্ভ মেঘ। আর তা থেকেই বৃষ্টি হতে পারে।