
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা:প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কংগ্রেস সাংসদ নভজ্যোত সিং সিধু কে এক বছরের কারাদণ্ড-এর নির্দেশে দিল সুপ্রিম কোর্ট। যে অভিযোগে তাকে কারাদণ্ড দিয়েছে সর্বোচ্চ আদালত সেই ঘটনার সূত্রপাত ১৯৮৭ সালে। সিধুর বিরুদ্ধে অভিযোগ, বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে গুরনাম সিং নামে এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। গুরনামের ওপর চড়াও হন। তাঁকে মাথায় আঘাত করলে মৃত্যু হয়। সিধুর বিরুদ্ধে গুরনামের পরিবার খুনের অভিযোগে মামলা রুজু করে। বৃহস্পতিবার ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি এসকে কঔলের ডিভিশন বেঞ্চ খুনের অভিযোগ খারিজ করে দিয়ে জানিয়েছে, খুনের উদ্দেশ্য নিয়ে গুরমানের ওপর চড়াও হননি সিধু। কথাকাটি থেকে থেকে মেজাজ হারালে সিধু ওই ব্যক্তির কে মারধর করেন এবং সেখানেই তার মৃত্যু হয়। সে কারণে এটাকে দুর্ঘটনা হিসেবে দেখা যেতে পারে। তবে অপরাধ গুরুতর তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই, অপরাধকে গুরুত্ব দিয়ে পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতিকে এক বছরের সাজার পাশাপাশি তাঁকে এক হাজার টাকা জরিমানা করেছে সর্বোচ্চ আদালত ।
