
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : সত্যজিৎ রায়ের ‘ প্রতিদ্বন্দ্বী’ কান ফ্লিম ফেস্টিভ্যালের ক্লাসিক বিভাগে মননীত হল। আগামী ১৮ মে কান ফেস্টিভালে দেখানো হবে ছবিটি। ১৯৭০ সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শহর কলকাতাকে নিয়ে ত্রয়ী ছবির মধ্যে এটি প্রথম। সত্তরের দশকে দেশ ভাগের পর দারিদ্র্য, বেকারত্ব আর সামাজিক বৈষম্য— সব মিলিয়ে মানুষের জীবনে টানাপোড়েন এক অসহনীয় পরিস্থিতি দেখানো হয়েছিল এই ছবির মাধ্যমে। এই ছবির নায়ক সিদ্ধার্থ চৌধুরী সেই অস্থির সময়ের প্রতিনিধি। পুণে ফিল্ম আর্কাইভ এই ছবি সংরক্ষণ করে। রেস্ট্রোরেশনের পর এই প্রথম কোনও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে ‘প্রতিদ্বন্দ্বী’।
