সাক্ষাৎ ‘অবতারের’ ভূমিকায় মেট্রোর মোটরম্যান; প্রাণ বাঁচালেন ষাটোর্ধ্ব ব্যক্তির

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:বয়স সত্তরের কাছাকাছি। নেতাজি ভবন স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন মেট্রোর জন্য । হঠাৎই টাল সামলাতে না পেরে পা পিছলে পড়ে যান মেট্রো লাইনের উপরে। ততক্ষণাৎ ছুটে আসছে ট্রেনও। প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীদের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্যের । সকলেই ছুটে যান ওই পড়ে যাওয়া ব্যক্তিকে সাহায্যে করতে । তবে রেল লাইন থেকে ওই যাত্রীকে উদ্ধার করা ছিল অসাধ্য । মেট্রো রেল সূত্রে খবর, এদিন সকাল সোয়া নটা নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই বৃদ্ধ। হঠাৎ করে শরীরের ভারসাম্য হারিয়ে লাইনে পড়ে যান তিনি। আর সেইসময় মেট্রো নিয়ে নেতাজি ভবন স্টেশনে ঢুকছিলেন মোটরম্যান অমল দাস।গড়িয়ার দিকে যাওয়ার উদ্দেশ্যে মেট্রো ধরার জন্য দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধ। মেট্রো ঢুকছে কিনা তা দেখতে গিয়েই আচমকায় পা পিছলে পড়ে যান তিনি। তা দেখার পরেই কর্তব্যরত আরপিএফ কর্মী তাকে উদ্ধার করার জন্য ছুটে যান। এরইমধ্যে প্লাটফর্মে সেই সময় মেট্রো আসছিল। যাত্রীকে মেট্রো ট্র্যাকের ওপর পড়ে থাকতে দেখে ড্রাইভিং মোটরম্যান দ্রুততার সঙ্গে ব্রেক কষে মেট্রো থামিয়ে দেন। এভাবে আরপিএফ এবং ড্রাইভিং মোটর ম্যানের তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই যাত্রী। ট্র্যাক থেকে তাকে তুলে আরপিএফ কর্মীরা তাকে সুপারিনটেনডেন্ট অফিসে নিয়ে যান। যাত্রীর পরিবারের সঙ্গে মেট্রোর পক্ষ থেকে যোগাযোগ করে পুরো বিষয়টি জানানো হয়। পরে বাড়ির লোকেরা এসে তাকে নিয়ে যান। আরপিএফ এবং মোটরম্যানের তৎপরতায় তিনি যেভাবে প্রাণে বেঁচেছেন তার জন্য তাদের প্রত্যেককেই কৃতজ্ঞতা জানিয়েছেন ওই ব্যক্তি।জানা গিয়েছে, পড়ে যাওয়ার ফলে ওই বৃদ্ধির আঘাত ততটা গুরুতর নয়। খুব দ্রুত তাঁকে উদ্ধার করা হয়।বৃদ্ধ অবশ্য বাড়ি ফেরার আগেই মেট্রো রেল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন।এই ঘটনায় কৃতিত্বের অধিকারী যিনি, সেই অমল বাবুকে মেট্রোরেল অবশ্য কৃতিত্বের স্বীকৃতি দিতে দেরি করেনি। কলকাতা মেট্রোর ওই ‘সুপারম্যান’কে সতর্ক হয়ে মেট্রো চালানোর জন্য এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য পুরস্কৃত করার কথা ঘোষণা করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।