সাবস্ক্রাইবার কমলো নেটফ্লিক্সের

Spread the love

সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: প্রথমবারের মতো ভিডিও স্ট্রিমিং কোম্পানি নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার সংখ্যা কমে গেল। গতকাল কোম্পানিটি বলেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম তিন মাসে দুই লাখ সদস্য হারিয়েছে তারা। এমনকি কোম্পানির শেয়ারের দাম ২৫ শতাংশ কমেছে। চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে এই ওটিটি প্ল্যাটফর্ম(OTT) শেয়ারের দাম কমে দাঁড়িয়েছে ২৬২ ডলারে। যা ভারতীয় মুদ্রায় ২০ হাজার টাকার কিছু বেশি। বছরের প্রথম তিন মাসেই রেকর্ড পতনের মুখে এই কোম্পানি। নেটফ্লিক্স কোম্পানির দাবি, তাদের ব্যবসায় প্রভাব ফেলেছে রাশিয়া – ইউক্রেনের যুদ্ধ। ইউক্রেনের উপর রাশিয়ার নির্মম হামলার প্রতিবাদে রাশিয়ায় তাদের সম্প্রচার বন্ধ করেছে নেটফ্লিক্স। তাদের দাবি এক ঝটকায় এত সাবস্ক্রাইবার কমে যাওয়ার মুখ্য কারণই এটি। শেয়ারহোল্ডারদের কাছে লেখা এক চিঠিতে নেটফ্লিক্স আশঙ্কা প্রকাশ করেছে, আগামী মে থেকে জুলাই মাস পর্যন্ত পরবর্তী তিন মাসে তাদের গ্রাহকসংখ্যা আরও ২০ লাখ কমতে পারে। এমন অবস্থায় পাসওয়ার্ড বিনিময়ের মাধ্যমে একই অ্যাকাউন্ট ভাগাভাগি করে ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।