
সংবাদ সংস্থা: ইউক্রেনের বিরুদ্ধে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করল রাশিয়া। ভারতীয় সময় সাড়ে ১১ টায় তাঁরা সরকারিভাবে ঘোষণা করল যুদ্ধবিরতির কথা। ইউক্রেনের রুশ আগ্রাসনের ১০ দিনের মাথায় মস্কোর তরফ থেকে এই ঘোষণা করা হল। জানা যাচ্ছে, এই মুহূর্তে ইউক্রেনে আটকে ভারতসহ একাধিক দেশের কয়েক হাজার নাগরিক। তাঁদেরই দেশ থেকে বেরনোর সময় দিল রাশিয়া। রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক নিউজের তরফে দাবি করা হয়েছে, সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে মানবিক করিডর তৈরি করতেই গ্রিনিচের সময় সকাল ছটা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।