
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা:সায়েন্স সিটিতে হতে চলেছে রাজ্যর প্রথম শিল্প মেলা।কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আগামী ২০ এপ্রিল হতে চলেছে এই মেলার উদ্বোধন। এই শিল্প মেলায় হাজির থাকবেন ১২টি দেশের প্রতিনিধিরা, চলবে মোট ৫দিন। মেলায় থাকছে মোট ৭০০টি সংস্থার স্টল। থাকছে মোট ১৫টি প্যাভিলিয়ন ও বৈদ্যুতিক গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, রাসায়নিক পণ্য, পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক, সোলার ও বৈদ্যুতিন যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াকরণ, অলঙ্কার, তথ্যপ্রযুক্তি-সহ বিভিন্ন শিল্প সংস্থার স্টল।চলবে একাধিক সেমিনারও।দেশ বিদেশের একাধিক নামী শিল্প কর্তারা এখানে হাজির থাকবেন। বাংলার নিজস্ব পণ্যকে এখানে তুলে ধরা হবে।শিল্প মেলার প্রথম দুই দিন বাদে সবাই প্রবেশ করতে পারবেন শিল্প মেলায়।