‘সাসপেন্ড’ দীপা কি এবার রিটায়ারের পথে?

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: প্রোদুনোভার আলোয় তিনি চমকে দিয়েছিলেন রিও অলিম্পিক্সের জিমনাস্টিক্স ফ্লোর। একটুর জন্য হাতছাড়া হয়েছিল পদক। কিন্তু, এবার কি আচমকা অবসর নিতে চলেছেন দীপা কর্মকার? এবার বাঙালি জিমন্যাস্টের ব্যাপারে বড় আপডেট দিয়ে সোমবার ঝড় তুলে দিল আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন। সংগঠনের পক্ষ থেকে দীপার নামের পাশে জুড়ে দেওয়া হয়েছে ‘সাসপেন্ডেড’! যা দেখে কার্যত কপালে চোখ উঠেছে দীপা এবং তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীর। তবে দীপাকে আন্তর্জাতিক ফেডারেশনে কেন সাসপেন্ড করল সে ব্যাপারে বিন্দুমাত্র ধারনাই নেই গুরু-শিষ্যার! মুহূর্তে দীপা আগরতলায় অনুশীলন করছেন। দীপার নির্বাসনের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে সূত্রের খবর, ডোপ পরীক্ষা দিতে রাজি না হওয়ায় এই সাসপেনশনের কোপে পড়তে হয়েছে তাঁকে। আরেকপক্ষ বলছে, ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে নির্বাসিত হয়েছেন দীপা। এ বিষয়ে দীপা কথা বলতে না চাইলেও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী এক ওয়েবসাইটে বলেছেন, ‘জাতীয় শিবিরের অংশ না হওয়ায় আগরতলাতেই অনুশীলন করছে দীপা। আমাদের মতোই এই সিদ্ধান্তে ও নিজেও অত্যন্ত অবাক হয়ে গিয়েছে। আমরা বোঝার চেষ্টা করছি কেন আন্তর্জাতিক সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থা কিন্তু এ ব্যাপারে আমাদের এখনও কিছু জানায়নি। কিছু জানতে পারলেই আমরা এ বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পারব।’
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।