
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: আজ সিএসকে বনাম এমআই এর ম্যাচ তার আগেই চেন্নাই শিবিরের কপালে চিন্তার ভ্রুকুটি। কোনো চোট বা আঘাত নয় বরং বিয়ের জন্যে দল ছাড়লেন তরুণ তারকা ক্রিকেটার ডেভন কনওয়ে। দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছেন বিয়ের জন্যে।কনওয়ে সহ চেন্নাইয়ের বাকি প্লেয়াররাও সেই পার্টিতে উপস্থিত ছিলেন। সবাই তামিলনাড়ুর ট্র্যাডিশনাল পোশাকে ছিলেন। ড্যান্স ফ্লোর মাতাতে দেখা গেল ডোয়েন ব্র্যাভো সহ বেশ কয়েকজনকে। তবে সিএসকের আগামী ম্যাচের আগেই দলে ফিরে আসবেন কনওয়ে।