সিবিআই তদন্ত চাওয়ায় ফোনে প্রাণনাশের হুমকি, অভিযোগ আনিসের দাদার

Spread the love

সিবিআই তদন্ত চাওয়ায় ফোনে প্রাণনাশের হুমকি, অভিযোগ আনিসের দাদার নিজস্ব প্রতিবেদন: আনিস খান হত্যাকাণ্ডে নয়া মোড়। সিবিআই তদন্ত চাইলে নাকি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এমনই হুমকি দিয়ে ফোন এসেছে বলে দাবি করলেন আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের দাদা সাবির খানের। একটি অজ্ঞাত পরিচয় নম্বর থেকে এই হুমকি ফোনটি আসে বলে জানান মৃত আনিসের দাদা সাবির। আনিস মৃত্যু-রহস্যে এখনও অধরা অভিযুক্তরা। তার মধ্যেই আবার এই হুমকি ফোন পাওয়ায় তাঁদের পরিবার যথেষ্ট আতঙ্কিত বলেও সাবির জানিয়েছেন। বুধবার সকালে আনিসের দাদা দাবি করেন, গতকাল রাতে একটি অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। সেইসময় ঘুমোচ্ছিলেন তিনি। তাতে হুমকি দেওয়া হয় যে আনিস মৃত্যু মামলায় সিবিআই তদন্তের দাবি করলে প্রাণে মেরে ফেলা হবে। আনিসের দাদা বলেন, ‘ফোন করে বলছে, সিবিআই তদন্ত চাইলে দুনিয়া থেকে সরিয়ে ফেলা হবে। আমি রেকর্ড করা শুরু করি। চুপ করেছিলাম। তখন (ফোনের অপর প্রান্ত থেকে) বলতে থাকে, কী হল? শুনতে পারছেন না? সিবিআই তদন্ত চাইবেন না। সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দেব। তারপর ফোন কেটে দিয়েছে।’ প্রসঙ্গত, আনিসের মৃত্যুর পর তাঁর বাবা বারবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছেন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।