সিবিএসই-আইসিএসই-র অফলাইন পরীক্ষা বাতিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

Spread the love

সিবিএসই-আইসিএসই-র অফলাইন পরীক্ষা বাতিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের নিজস্ব প্রতিবেদন: দেশে করোনার তৃতীয় ঢেউ নাগালের মধ্যে চলে এসেছে। বিভিন্ন রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। জনজীবন অর্থনীতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সেই পরিস্থিতিতে বিভিন্ন স্কুলে অফলাইন ক্লাস যেমন শুরু হয়েছে, পাশাপাশি পরবর্তী পরীক্ষাও যে অফলাইনে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে।এর মধ্যে রয়েছে বিভিন্ন রাজ্যে এবারের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। এছাড়াও সিবিএসই এবং আইসিএসই বোর্ডের পরীক্ষাও রয়েছে। কিন্তু ছাত্রছাত্রীদের একটা অংশ অফলাইন পরীক্ষায় বসতে রাজি নয়। তারা অফলাইন পরীক্ষা বাতিলের আবেদেন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও, সর্বোচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। এদিন সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করে বলেছে, এই ধরনের আবেদন শুধু বিভ্রান্তিকরই নয়, ছাত্রছাত্রীদের সামনে মিথ্যা প্রতিশ্রুতিরও।সুপ্রিম কোর্টে করা আবেদনে বলা হয়েছিল, সিবিএসই এবং অন্য রাজ্যের বোর্ডগুলি যারা দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা অফলাইনে নিতে সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে মূল্যায়নের বিকল্প পদ্ধতি তৈরি করা হোক। সিবিএসসির তরফে ২৬ এপ্রিল থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।শিক্ষা দফতর সূত্রে খবর, এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা অফলাইনেই করার পরিকল্পনা করছে তারা। এর অর্থ, এবার স্কুলে এসে পরীক্ষাকেন্দ্রে বসেই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীরা। ২ এপ্রিল শুরু হবে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করতে হবে ৪ মার্চের মধ্যে। ১৫ মার্চের মধ্যে সংসদে জমা দিতে হবে ফল। গত সপ্তাহেই শিক্ষা দফতরের তরফে ঘোষণা করা হয়, ২৩ ফেব্রুয়ারি বুধবারের মধ্যে শেষ করতে হবে অ্যাডমিট কার্ড বিলির কাজ। আর ৪ মার্চের মধ্যে শেষ করতে হবে যাবতীয় সংশোধন। চলতি বছর ৭ মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এবার পুরনো নিয়মে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। ১৬ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।