সূর্যের আলোয় কাজ বন্ধ সৌদিতে

Spread the love

তীব্র গরমের জন্য সৌদি আরবে দুপুরে সূর্যের আলোয় বাইরে কাজ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী তিন মাস এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, সৌদি আরবে দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত বাইরে কাজ করা যাবে না। গ্রীষ্মের মাসগুলোতে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশর মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার সময় শ্রমিকদের কাজের সময়ের রূপরেখা ঠিক করা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে যারা এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ১৯৯১১ নম্বর বা মন্ত্রণালয়ের অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।