
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: ২১ মার্চ অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ৷ টিকা নেওয়ার জন্য কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করাতে হবে৷ সরকারী টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে ছোটরা। ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য কার্বোভ্যাক্স দেওয়া হবে। বুধবার থেকে দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য টিকাকরণ শুরু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ১২ থেকে ১৪ বছর বয়সীরা কোউইন অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করাতে পারবেন।অনলাইন এবং অফলাইন দুই ভাবেই নাম নথিভুক্ত করানো যাবে। অনলাইনের ক্ষেত্রে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে অ্যাপে নাম নথিভুক্ত করানো যাবে। রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ছোটদের টিকা দেওয়া হবে বিশেষভাবে চিহ্নিত কেন্দ্রেই। কেবলমাত্র সরকারী কোভিড কেন্দ্রে ২৮ দিনের ব্যবধানে টিকা দেওয়া হবে।