
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । তার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল তথা রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ শানান তিনি।স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো লাগানো নিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের পয়সায় প্রকল্প চালানো হচ্ছে আর পার্টির প্রচার করা হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের দিয়েও রাজনীতির প্রচার করানো হচ্ছে। স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো লাগানো ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে স্কুলের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে দাবি করেছেন। শুভেন্দু অধিকারী বলেন, “এটা সরাসরি স্কুলের স্বাধীনতায় হস্তক্ষেপ করা। যে স্কুলে যে পোশাকবিধি আছে, নীল সাদা হতে পারে বা গেরুয়া সাদা কিংবা সবুজ সাদা হতে পারে। সেটাই বহাল রাখতে হবে। এটা কেন্দ্রের সমগ্র শিক্ষা মিশনের টাকা। এভাবে রাজ্য সরকার যা খুশি করতে পারে না। আমি এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে অভিযোগ করব। প্রয়োজন হলে বিদ্যালয়গুলির অভিভাবকদের বলব আইনের আশ্রয় নিতে। স্কুলের নিজস্ব অধিকারে এ ধরনের হস্তক্ষেপ চলবে না।”