স্পিকারের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি দলের।

Spread the love

সংবাদ সংস্থা: কংগ্রেসের সাংসদ, নেতা ও কর্মীদের সঙ্গে দিল্লি পুলিশের ‘আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার সকালে সংসদে গিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্ত্বাধীন কংগ্রেসের প্রতিনিধি দল। স্পিকারের সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি পুলিশের নিন্দা করেছেন অধীর। অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, আমরা যেভাবে নৃশংসতা ও হিংসার শিকার হয়েছি সে বিষয়ে স্পিকারকে বিশদে সমস্ত কিছু বলেছি। স্পিকার মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন। কংগ্রেসের সদর দফতরে ঢুকে দিল্লি পুলিশ যেভাবে আমাদের সাংসদ ও কর্মীদের আক্রমণ করেছি সে বিষয়েও স্পিকারকে অবগত করেছি। অধীর আরও বলেছেন, এমনকি থানাতেও দিল্লি পুলিশ কংগ্রেস সাংসদের সঙ্গে এমন আচরণ করেছে যেন আমাদের সাংসদ ও কর্মীরা সন্ত্রাসী। রাহুল গান্ধীকে টানা ৩ দিন ধরে ১০-১২ ঘন্টা দীর্ঘ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। আমরা এতে আপত্তি করি না। আমরা শুধু বলতে চাই প্রতিহিংসা ও হিংসার রাজনীতি বন্ধ হওয়া উচিত।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।