স্বরযন্ত্রে সমস্যা, পিজিতে মদন মিত্র

Spread the love

সংবাদ সংস্থা: আচমকা অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। মঙ্গলবার রাতে তিনি ভর্তি হন হাসপাতালে। জানা গিয়েছে, ভোকাল কর্ডের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন কামারহাটির বিধায়ক। হাসপাতাল সূত্রের খবর, আগামিকাল, বৃহস্পতিবার তাঁর অস্ত্রোপচার করা হতে পারে।সূত্রের খবর, চিকিত্‍সক অরুণাভ সেনগুপ্তের নেতৃত্বে ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে মদনের চিকিত্‍সার জন্য।মঙ্গলবার এসএসকেএমে ভর্তি হতে গিয়ে মদন মিত্র জানান, “কথা বলতে গেলে গলা থেকে কাকের মতো আওয়াজ বের হচ্ছে। ভোকাল কর্ডে অনেকদিন ধরেই সমস্যা হচ্ছে। তবে আমি চেপে রেখেছিলাম বিষয়টাকে। এখন সমস্যাটা বেড়েছে। তাই নিজে থেকেই ভর্তি হচ্ছি। গলায় অত্যধিক যন্ত্রণা হচ্ছে। কথা বললে কাকের মত আওয়াজ বের হচ্ছে।”জানা যায়, গতবছর থেকেই গলায় সমস্যা অনুভব করেছিলেন তৃণমূল নেতা। ডাক্তারও দেখান। বর্তমানে যা পরিস্থিতি তাঁর তাতে অস্ত্রপচার আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর, উডবার্ন ওয়ার্ডে ১০৩ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন কামারহাটির বিধায়ক। তাঁর চিকিত্‍সার জন্য ইএনটি স্পেশ্য়ালিস্ট চিকিত্‍সক অরুণাভ সেনগুপ্তর নেতৃত্বে তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ডে রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ অরুণাভ সেনগুপ্ত, ডি ঘোষ। চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ সোমনাথ কুণ্ডু, মেডিসিনের সৌমিত্র ঘোষ, কার্ডিওলজির সরোজ মণ্ডল, এন্ডোক্রিনোলজির শুভঙ্কর চৌধুরী। এছাড়া আছেন অ্যানাস্থেসিওলজির এ লাহা এবং দেবব্রত দাস।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।