হাইকোর্টের নির্দেশের পরই রাতারাতি বগটুইয়ে বসল সিসিটিভি

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:বুধবার মধ্যরাত থেকেই বগটুই গ্রামের অকুস্থলে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। শেষ পাওয়া খবর পর্যন্ত ৩২ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী, আরও সিসি ক্যামেরা বসানো হতে পারে। কলকাতা হাইকোর্টের নির্দেশে মেনে রামপুরহাটের বগটুই গ্রামে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ৩০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে আজ সকালে। পুড়ে যাওয়া বাড়িগুলি ছাড়াও গ্রামের প্রতিটি কোণায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা ভিডিও রেকর্ডিং করতে হবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী, আরও সিসি ক্যামেরা বসানো হতে পারে। এই ক্যামেরায় নজর রাখবে একদিকে জেলা প্রশাসন ও অন্যদিকে, জেলা পুলিশ। সর্বক্ষণ চলবে নজরদারি। ইতিমধ্যে রাজ্যের ফরেনসিক টিম ঘটনাস্থল ঘুরে গিয়েছেন। তারা নমুনা সংগ্রহ করেছে।দুপুরের মধ্যে সিটকে বগটুই কান্ডের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজই রিপোর্ট জমা দেবে সিট। আজই বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।