
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: সপ্তাহের মাঝে কাজের দিন। হঠাত্ করেই জমায়েত শুরু হয়ে দক্ষিণ কলকাতার(South Kolkata) হাজরা মোড়ে। তারপরেই গুটি গুটি পায়ে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পালা শুরু হতেই তাঁরা পড়ে গেলেন পুলিশের বিক্ষোভের মুখে। আর তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ধুন্ধুমার কাণ্ড ঘটে হাজরা মোড়ে। এঁরা ২০১৪ সালের টেট উত্তীর্ণ। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার খাতিরে বাধা দেয় পুলিশ। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। রণক্ষেত্রে হয়ে ওঠে এলাকা। ইতিমধ্যেই বেশ কয়েকজনের অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে। গত ডিসেম্বরে সল্টলেকে ২০১৪-র প্রাথমিকে টেট উত্তীর্ণদের একাংশ অবিলম্বে নিয়োগের দাবিতে রাস্তায় নামেন। সল্টলেকের করুণাময়ীতে টেট এর চাকরিপ্রার্থীরা জড়ো হন। তারপর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনের দিকে এগোনোর সময় তাঁদের পুলিশ বাধা দেয়। হয় ধস্তাধস্তিও। সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতির। পরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। ওই জায়গা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়।এরপর ফের একবার, চলতি বছরের শুরুতে, প্রাথমিক শিক্ষা পর্ষদের বাইরে বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণরা। অবিলম্বে নিয়োগ করতে হবে, এই দাবিতে বিক্ষোভে উধাও হয়ে যায় করোনা বিধি। বিক্ষোভকারীদের দাবি ছিল , ২০১৪ সালে টেট উত্তীর্ণ হলেও সরকার চাকরির প্রতিশ্রুতি পূরণ করেনি। যদিও এই দাবি মানতে চায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। উল্টে পর্ষদ সভাপতি দাবি করেছেন, যাঁরা যোগ্য তাঁদের প্রত্যেকে নিয়োগপত্র পেয়েছেন। আরও কিছু জন নিয়োগপত্র পাবেন।