
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা : সানরাইজার্স হায়দরাবাদের বোলিং লাইন আপের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছেন এখন ওয়াশিংটন সুন্দর। কিন্তু হাতের চোটের কারণে এখন তা দলের জন্য বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জানালেন হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট। চোটের কারণে হায়দরাবাদের সর্বশেষ ম্যাচের একাদশে ছিলেন না ওয়াশিংটন সুন্দর।সোমবার গুজরাতের বিরুদ্ধে ম্য়াচে চোটের জন্য নিজের পুরো কোটার ওভার সম্পূর্ণ করতে পারেননি সুন্দর। ৩ ওভার করলেও কোনও উইকেট পাননি। যদিও তার মধ্যে ২ ওভার পাওয়ার প্লেতে করেছিলেন মাত্র ১৪ রান দিয়ে। টীমের কোচ টম মুডি বলেন, ‘ওয়াশিংটনের ডান হাতের তার বৃদ্ধাঙুলি এবং প্রথম আঙ্গুলের মধ্যে চোট পেয়েছে। আগামী দুই-তিন দিন এ বিষয়ে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আশা করি, এটি গুরুতর আঘাত নয়। আমি মনে করছি, এটি স্বাভাবিক হতে মোটামুটি এক সপ্তাহ বা তারও বেশি সময় লাগবে।’