
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা:কাটোয়া হাসপাতালে বিরিয়ানির বিল তিন লক্ষ টাকা। গাড়ি-আসবাব-ওষুধ, ভুয়ো নথি জমা দিয়ে এমন নানা জিনিসের লক্ষ লক্ষ টাকার বিল তোলা হয়েছে বলে জানা গেছে। ভুয়ো বিলের এমন বড়সড় চক্রের পর্দা ফাঁস হতেই নড়েচড়ে বসল কাটোয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত দিন তিনেক আগে। কাটোয়া মহকুমা হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া সুপার সৌভিক আলমের কাছে একগুচ্ছ বিল আসে। বলা হয়, এতগুলো বিলের টাকা এখনও দেওয়া হয়নি। তা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন ঠিকাদার কিংশুক মণ্ডল। তা জেনে বিলগুলি পরীক্ষা করতে বসেন সুপার। কিন্তু বিলের বহর দেখে তো তাঁর চক্ষু চড়কগাছ! বিরিয়ানির বিল ৩ লক্ষ টাকা! এছাড়া গাড়ি, গাছের চারা, আসবাবপত্র বাবদও বিল প্রচুর। এরকম অন্তত ৮১ টি বিলে অসংগতি খুঁজে পান সুপার সৌভিক আলম। রোগী কল্যাণ সমিতির সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কোনও অন্যায় হলে তার শাস্তি হবেই। বিষয়টি এখনও হাসপাতালের মধ্যেই সীমাবদ্ধ। তবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন সুপার। সমস্যা সমাধানের তাদের সাহায্য চাইতে পারেন।
