
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: গরু পাচারকাণ্ডের তদন্তে দুই চাঞ্চল্যকর মোড়।একদিকে প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার গ্রেফতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। অন্যদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সিবিআই-এর ডাক অনুব্রত মণ্ডলকে। শুক্রবার দিল্লিতে ইডির সদর দফতরে প্রায় ৮ ঘন্টা ধরে জিজ্ঞসাবাদের পরে গ্রফতার করা হয়েছে সতীশ কুমার কে। অভিযোগ, পাচারকারীদের কাছ থেকে ১২ কোটি টাকা নিয়েছিলেন তিনি।এর আগে গরু পাচারকাণ্ডে সতীশ মিশ্রকে গ্রেফতার করেছিল সিবিআই। কিন্তু সিবিআইয়ের গ্রেফতারিতে জামিনে মুক্ত হয় সে। ইতিমধ্যেই গরু পাচারকাণ্ডে একাধিক হেভিওয়েটদের নাম বারবার উঠে আসছে।এবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাক সিবিআই-এর। গত ১৭ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল ছাড়া পান তিনি। এই মুহুর্তে চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন তিনি। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।সিবিআই সূত্রে খবর, সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলের খোঁজ নিতেই ফের তলব করেছে তাঁকে। উল্লেখ্য, এর আগে একাধিকবার অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। কিন্তু প্রত্যেকবারেই এড়িয়ে যান তিনি। গ্রেফতারি থেকে বাঁচতে রক্ষাকবচ চেয়ে আদালতে গিয়েও খালি হাতে ফিরেছেন তিনি। এরপর সিবিআইয়ের তরফে ফের তলব করা হলে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি।