
স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: প্রবল তাপপ্রবাহে নাজেহাল দিল্লি ও তৎসংলগ্ন অঞ্চল। আর তারই জেরে বিগত কয়েক দিন ধরে ১৯৮ টি পাখি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। তাদেরকে গুরু গ্রামের পাখি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসার পর বেশকিছু পাখিকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয়। ওই হাসপাতালের চিকিৎসক রাজকুমার জানান, বহু পাখিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বিশেষ করে এপ্রিল মাসের শেষ সপ্তাহে তাপপ্রবাহের ফলে পাখিদের হিটস্ট্রোকের প্রবণতাও অনেক বৃদ্ধি পেয়েছে। যদিও তাপপ্রবাহ শেষের পথে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে।
