
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:ফের হিন্দি ভাষার পক্ষে সওয়াল করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দি ভাষাকেই ইংরেজির বিকল্প হিসেবে গ্রহণ করা উচিত। অন্যান্য আঞ্চলিক ভাষা থেকে শব্দ গ্রহণ করে হিন্দিকে নমনীয় না করে তুললে তার প্রসার হবে না। এদিকে, অমিত শাহ বলেছিলেন যে যখন রাজ্যের নাগরিকরা একে অপরের সাথে যোগাযোগ করে, তখন এটি একটি ভারতীয় ভাষা হওয়া উচিত, তা আঞ্চলিক বা রাজ্য-নির্দিষ্ট হোক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মন্ত্রিসভার ৭০ শতাংশ আলোচ্যসূচি হিন্দিতে তৈরি করা হয়েছে। তিনি বলেন, উত্তর-পূর্বের ৮টি রাজ্যে ২২,০০০ হিন্দি শিক্ষক নিয়োগ করা হয়েছে। এছাড়াও উত্তর পূর্বের 9টি উপজাতি সম্প্রদায় তাদের উপভাষার লিপি পরিবর্তন করে দেবনাগরী করেছে। এ ছাড়া উত্তর-পূর্বের ৮টি রাজ্যে দশম শ্রেণি পর্যন্ত স্কুলে হিন্দি বাধ্যতামূলক করার বিষয়ে সম্মত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দাবির স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, “হিন্দি দিবসে আত্মসমীক্ষা করা উচিত । বিশ্বে অনেক দেশেই বহু ভাষা লুপ্ত হয়ে গেছে । যে দেশ নিজেদের ভাষা হারিয়ে ফেলে, সেই দেশ নিজেও হারিয়ে যায় । কারণ ভাষা ছাড়া সেই দেশ নিজেদের সংস্কৃতিকে সংরক্ষণ করতে পারে না ।”সরকারি ভাষা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান অমিত শাহ। অমিত শাহ বলেন, সরকারি ভাষাকে দেশের ঐক্যের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করার সময় এসেছে।