
সংবাদ সংস্থা: হোলির আগে কোথাও বেড়াতে যেতে মন নেচে ওঠে? তাহলে আর চিন্তা নেই। হোলিতে বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা করলো পূর্ব রেল। তাদের দৌলতে এবার ঘুরে আসতে পারেন দার্জিলিং অথবা গ্যাংটক। ভ্রমণ পিপাসু যাত্রীদের জন্য ভারতীয় রেলের অন্তর্গত আইআরসিটিসির নতুন এই পরিকল্পনার নাম হোলি স্পেশাল ট্যুর প্যাকেজ। আগামী ২০ মে এই ট্যুর প্যাকেজের সুবিধা পাবেন গ্রাহকরা। ভারতীয় রেল সুত্রের খবর, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র তরফে দার্জিলিং ও গ্যাংটকের বিশেষ কয়েকটি স্থানকে চিহ্নিত করে সেই জায়গাগুলোতে বিশেষ ট্যুর ঘোষণা করা হয়েছে। ট্রেনে করেই হোলি ট্যুর প্যাকেজের আওতায় গোটা দেশের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাবে নাগরিকরা। এই ধরনের নয়া উদ্যোগ গ্রহণের ফলে উত্তরবঙ্গ ভ্রমণ পিপাসু নাগরিকরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবে। সেই সঙ্গে দেশ ঘোরার বাসনাও পূরণ হবে। দার্জিলিং ও গ্যাংটক এই ট্যুরের মধ্যে রাখা হয়েছে। ভারতীয় রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে এই ট্যুর প্যাকেজে দার্জিলিং ডায়েরিস নামের ট্যুর প্যাকেজে ৫ রাত্রি ও ৬ দিন ধার্য করা হয়েছে। এই কয়েকদিনে দার্জিলিং-মঙ্গপু-মিরিক লেক ঘুরতে পারবেন ভ্রমনকারীরা। দার্জিলিং ঘোরার যাত্রা শুরু হবে সামনের মাসের ২০ মে তারিখ থেকে। এতে যাত্রীদের জনপ্রতি ২০,৭৬০/- খরচ হবে। এছাড়াও ২০ তারিখেই গ্যাংটক যাত্রাতে জনপ্রতি ২০,৭৫০/- খরচ হবে যাত্রীদের। ৫ রাত্রি ও ৬ দিনের এই ভ্রমণে কেরালার গ্যাংটক-তসমগ লেক-নামচি-বাবাধাম ঘুরতে পারবেন যাত্রীরা।রেলের এই যাবতীয় ট্যুর সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে রেলের বিশেষ নম্বর ৯০০২০৪০০২০ / ৯০০২০৪০১২৬। এছাড়াও www.irctctourism.com থেকে বিস্তারিত জানতে পাবেন। এছাড়াও রেলের কয়লাঘাটার অফিস থেকেও এর তথ্য মিলবে বলেই জানাচ্ছে রেল। সব ট্যুর প্যাকেজের মধ্যে ফেরার বিমান খরচ, খাওয়া, ভালো হোটেলে থাকার ব্যবস্থা, বিভিন্ন স্থানের যাতায়াত ও দর্শনীয় স্তবান ভ্রমণের ব্যবস্থা রয়েছে। তবে সমস্ত প্যাকেজেই জিএসটি বসবে অতিরিক্ত বলেই জানান হয়েছে রেলের তরফ থেকে।