
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা : হোলির আগের দিন মধ্য রাতে রাজ্যে কোভিড বিধি শিথিল করল রাজ্য সরকার। নবান্ন থেকে জারি করা এক নির্দেশিকাতে এমনটাই জানান হয়েছে। পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা আইন ও মহামারী রোগ সংক্রান্ত নিষেধাজ্ঞাকে সামনে রেখেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে।তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় হোলিকা দহন উপলক্ষে নাইট কার্ফু শিথিল করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন। ৪ মার্চ মুখ্যমন্ত্রীকে চিঠি দেন সুদীপ। এই চিঠির জবাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আপনি হোলিকা দহন উপলক্ষে নাইট কার্ফু শিথিল করার আবেদন জানিয়েছিলেন। রাজ্যে ১৮ তারিখ দোলযাত্রা ও হোলি পালিত হবে। ঠিক তার আগের রাত্রি ১২টা থেকে ভোর ৫টা অবধি “হোলি কা দহন” উপলক্ষে যানবাহন ও মানুষের চলাচলে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হল।