
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: ২০০৭ সালে ভৌতিক আর কমেডির এক অসামান্য সংমিশ্রণ সিনেমা মুক্তি পেয়েছিল, যার নাম ছিল ভুল ভুলাইয়া। অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালান। ঠিক ১৫ বছর পর আবার বড় পর্দায় ফিরছে ভুল ভুলাইয়া ২, আর তার সঙ্গেই নতুন করে ফিরে আসেছে মঞ্জুলিকা। আনীস বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া ২’, দর্শকদের মনে কতটা ভয় জাগিয়েছে তা জানা যাবে ২০ মে-র পর। আপাতত ট্রেলার দেখেই দর্শকরা খুব উৎসাহিত। তবে এবারে অক্ষয় কুমার এবং বিদ্যা বালান এর পরিবর্তে পরিচালক বেছে নিয়েছেন কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি কে।