অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা : ফের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স। এমন ইঙ্গিত কিন্তু আগেই পাওয়া গেছিলো বিরাট কোহলির থেকে। এবার খোদ দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার জানালেন, ২০২৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফেরার ইচ্ছে আছে তার। এবার ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি পরের বছর আইপিএলে ফিরতে চাই এবং আমি এটির জন্য অপেক্ষা করছি। এখনও কিছু খেলা হতে পারে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামীতে, যেটা আমার দ্বিতীয় হোম টাউন।’ ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর প্রতিটি মৌসুমেই খেলেছেন তিনি কিন্তু আগের বছর তিনি ক্রিকেট থেকে অবসর নেন। তবে এবির কথায় কিছু পরিষ্কার না হলেও খেলোয়াড় হিসেবে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ কোহলি আগে জানিয়েছেন, ডি ভিলিয়ার্সকে নতুন কোনো ভূমিকায় দেখা যেতে পারে। সেক্ষেত্রে কোচিং স্টাফে দেখতে পাওয়ার প্রবণতা বেশি।
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা : ফের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স। এমন ইঙ্গিত কিন্তু আগেই পাওয়া গেছিলো বিরাট কোহলির থেকে। এবার খোদ দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার জানালেন, ২০২৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফেরার ইচ্ছে আছে তার। এবার ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি পরের বছর আইপিএলে ফিরতে চাই এবং আমি এটির জন্য অপেক্ষা করছি। এখনও কিছু খেলা হতে পারে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামীতে, যেটা আমার দ্বিতীয় হোম টাউন।’ ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর প্রতিটি মৌসুমেই খেলেছেন তিনি কিন্তু আগের বছর তিনি ক্রিকেট থেকে অবসর নেন। তবে এবির কথায় কিছু পরিষ্কার না হলেও খেলোয়াড় হিসেবে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ কোহলি আগে জানিয়েছেন, ডি ভিলিয়ার্সকে নতুন কোনো ভূমিকায় দেখা যেতে পারে। সেক্ষেত্রে কোচিং স্টাফে দেখতে পাওয়ার প্রবণতা বেশি।