
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পরে দেশ জুড়ে বিজেপি নেতা-কর্মীদের উল্লাসকে কটাক্ষ করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর । সেই সঙ্গে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করলেন তিনি। গতকাল উত্তরপ্রদেশ সহ দেশের ৫ রাজ্যের ভোট যুদ্ধের ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গিয়েছে একতরফা শুধুই গেরুয়া ঝড় ৪ রাজ্যে। ২০২৪ এর দেশ দখলের রাস্তা একপ্রকার তৈরি করে ফেলেছে বিজেপি।প্রশান্ত শুক্রবার টুইটারে লিখেছেন, ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে, এবং কোনও রাজ্যের ভোটে নয়।২০২৪ সালের লোকসভা নির্বাচন হবে পুরোপুরি ভিন্ন রাজনৈতিক প্রেক্ষিতে। উত্তরপ্রদেশ বা অন্য কোনও রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গে ফলের প্রভাব তার উপর পড়বে না। পিকে কটাক্ষ করে এও লিখেছেন, “সাহেব তা জানেন। তাই সুচতুর ভাবে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক প্রাধান্য বিস্তারের জন্য রাজ্য বিধানসভা ভোটের ফল ঘিরে উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। এই মিথ্যা ব্যাখ্যার শরিক হবেন না।’