
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : দক্ষিণী নায়িকা রশ্মিকা র মঙ্গলবার ২৬ তম জন্মদিন। টলিউড থেকে বলিউডে তিনি প্রবল জনপ্রিয়তা লাভ করেছেন। মধ্যবিত্ত বাড়ি থেকে আসা এই অভিনেত্রী এখনও অবধি মাত্র ১৪ টি সিনেমাতে অভিনয় করেছেন। কিন্তু এরমধ্যেই অভিনেত্রী সিনেমা জগতে নিজের জায়গা জমিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে। শুধু তাই নয় কর্নাটকে তার ডাকনাম ন্যাশনাল ক্রাশ। তার রূপের ঝলকে ৮ থেকে ৮০ সবাই মুগ্ধ। ২০১৪ সালে মডেলিং দুনিয়ায় পা রাখেন এবং বিজয়ী হন । মডেলিং থেকেই শুরু হয় তার যাত্রা। ২০১৬ সালে কন্নড় ছবি কিড়িক পার্টিতে ডেবিউ করেন রশ্মিকা। ৪ কোটি টাকায় বানানো ঐ ছবি ব্যবসা করে প্রায় ৫০ কোটি। খুবই অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়াতেও তিনি জনপ্রিয়তা লাভ করে ফেলেন। ইনস্টাগ্রাম এ তার প্রায় ৩ মিলিয়ন ফলোয়ার।২০২০ সালে গুগল তাঁকে ‘ন্যাশনাল ক্রাশ’-এর খেতাব দেয়। ২০২১ সালে ‘ পুষ্পা ‘ সিনেমাতে তাকে প্রধান নায়িকা র চরিত্রে দেখা যায়। সিনেমাটির সাফল্যের পর অভিনেত্রীর জনপ্রিয়তা আরও বেড়ে উঠেছে আগামী হিন্দি ছবি অ্যানিমালে রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নায়িকা। এছাড়াও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ ও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুড বাই’ ছবিতে দেখা যাবে রশ্মিকাকে।