
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: মুখ্যমন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন সেইমতো এবার পাহাড়ে জিটিএ’র নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। নির্বাচন হতে চলেছে আগামী ২৬ জুন। তার জন্য আগামী ২৭ মে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।২৯ জুন হবে জিটিএ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা।যদিও এই নির্বাচনের বিষয়টি বিমল গুরুং ও রোশন গিরি ভালো ভাবে নেননি সে বিষয়ে কোনও সন্ধেহ নেই কারণ নির্বাচনের কথা ঘোষণা হতেই তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তাঁরা এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। ২০১৭ সালে পাহাড়ে গোলমালের পর থেকেই জিটিএ-র কাজ থমকে গিয়েছিল। মুখ্যমন্ত্রী এপ্রিল মাস পাহাড় সফরের সময়েই ইঙ্গিত দিয়েছিলেন জুন মাসে ভোট হতে পারে পাহাড়ে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে না বিমল গুরুংয়ের দল গোর্খা জনমুক্তি মোর্চা ও সুবাস ঘিসিংয়ের দল জিএনএলএফ। মোর্চা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তাঁরা ভোটে অংশ নিচ্ছে না। একই পথে হাঁটতে পারে জিএনএলএফ-ও। তবে পাহাড়ের বাকি দলগুলি রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ও তাঁরা এই নির্বাচনে অংশ নেবে বলেও জানিয়েছে।
