
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা:সরকার গঠনের একাদশ তম বর্ষপূর্তি উপলক্ষে ২ মে দিনটিকে ‘মা-মাটি-মানুষ দিবস’ হিসাবে ঘোষণা করলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার ট্যুইট করে মুখ্যমন্ত্রী জানান,“গতবছর এই দিনে দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা- মাটি- মানুষ তাঁদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন। সেজন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।” এরপরেই তিনি জানিয়েছেন, “আজকের দিনটি আমি মা-মাটি-মানুষের কাছে উৎসর্গ করলাম এবং সকলের কাছে আমার আহ্বান, আজ থেকে এই দিনটি ‘মা-মাটি-মানুষ দিবস’ বলে অভিহিত হোক। জয় হিন্দ, জয় বাংলা।” ২০২১ সালে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপির সাথে মুখোমুখি লড়াই হয়েছিল তৃণমূলের। তবুও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করে তৃণমূল।অনেকেই মনে করছেন আগামী দিনে মোদি সরকারের বিরুদ্ধে জাতীয় স্তরের রাজনীতিতে বড় বিরোধী মুখ মমতা বন্দোপধ্যায়ই।যদিও একা নয় সকলকে একজোট হয়ে লড়াইয়ের জন্য সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
