
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর এর ৫০তম জন্মদিন। পরিচালক বি টাউনে পার্টি থ্রো এর জন্য খ্যাত। তবে এই বছর হতে চলেছে একটু আলাদা। জানা গিয়েছে, যশরাজ ফিল্মস স্টুডিওতে উদযাপিত হতে চলেছে করণ জোহরের জন্মদিন। ধর্ম প্রোডাকশনের অধীনে কাজ করেছেন এমন সমস্ত পরিচালকরা উপস্থিত থাকবেন পার্টিতে। বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং সালমান খানকেও তার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন করণ । তাদের পাশাপাশি বলি কাপল রণবীর কাপুর-আলিয়া ভাট এবং রণবীর সিং-দীপিকা পাড়ুকোন সম্ভবত উপস্থিত থাকবেন করণের বার্থডে ব্যাশে।
