
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: বাংলার শিক্ষাক্ষেত্রে বড় সুখবর। পুজোর আগেই শুরু হবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ও প্রায় ছয় বছর পর রাজ্যে হবে এসএসসি। এমনটাই খবর স্কুল সার্ভিস কমিশন সূত্রে। খুব দ্রুতই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষক পদেও নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে। কোন পদ্ধতির ওপর নির্ভর করে হবে নিয়োগ তা খুব তাড়াতড়িই বিশদে কমিশনের তরফে জানানো হবে। কত শূন্য পদ, পরীক্ষার তারিখ, যাবতীয় তথ্য জানানো হবে বিজ্ঞপ্তিতে। এসএসসির শিক্ষক দুর্নীতির মামলা বর্তমানে হাইকোর্টে চলছে। লাগাতার আন্দোলন এবং ধর্নার মাধ্যমে সরকারের কাছে দাবী নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারী হবু শিক্ষকরা। স্কুল শিক্ষকপদে কতগুলি আসন খালি রয়েছে? সম্প্রতি মধ্য শিক্ষা পর্ষদের কাছ থেকে জানতে চায় স্কুল সার্ভিস কমিশন। সেই রিপোর্টঁ পেয়ে অবাক হয়ে যান স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। এরপরেই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
