অক্ষয় তৃতীয়ায় দীঘায় শুরু হলো পুরীর আদলে জগন্নাথ মন্দিরের কাজ

Spread the love

অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: পুরীর ধাঁচে জগন্নাথ মন্দির নির্মানের ঘোষণা ২০১৯ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ ঘাটে এই মন্দির নির্মানের প্রস্তাব দিয়েছিলেন। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেল। সৈকত শহরে ২০ একর জায়গা জুড়ে প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার নির্মাণকাজের আগে পুজাপাঠের ব্যাবস্থা করা হয়েছিলো।প্রথম দিকে এই মন্দির নির্মাণের জন্য ১২৮ কোটি বরাদ্দ করা হলেও কিন্তু তা পরবর্তীকালে বেড়ে ২০০ কোটি টাকা করা হয়। ১৮ মাস সময় ধার্য করা হয়েছে মন্দির নির্মাণ কাজের জন্যেএবং। মৎস্যমন্ত্রী অখিল গিরি জানিয়েছেন,২০২৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সাধারণের জন্য খুলে যাবে জগন্নাথ মন্দির।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।