অগ্নিপথের প্রতিবাদ প্রভাব ফেলেনি হাওড়ায়

Spread the love

সংবাদ সংস্থা: সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বেশ কয়েকটি রাজ্যে সোমবার ২৪ ঘণ্টার ভারত বনধের ডাক দিয়েছে কয়েকটি গণ সংগঠন। সেই বিক্ষোভ মোকাবিলায় সতর্ক রাজ্য প্রশাসন। হাওড়া স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনই ভারত বনধের ডাক দিয়েছে কিছু সংগঠন। অগ্নিপথের বিরোধিতা করেই বনধের ডাক দিয়েছে তারা। এই বনধের জন্য যাতে সাধারণ মানুষকে নাজেহাল হতে না হয় এবং রাজ্যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সচেষ্ট প্রশাসন। নবান্নের তরফে এনিয়ে রবিবারই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় প্রতিটি ডিভিশনাল কমিশনার, সমস্ত থানার আইসি এবং জেলার পুলিশ সুপারদের। এই বনধের সমর্থনে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সতর্ক হাওড়ার পুলিশ প্রশাসন। সকাল থেকেই কড়া নজরদারিতে রেখেছে হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, শালিমার স্টেশন, সাঁতরাগাছি জংশনের মতো গুরুত্বপূর্ণ জায়গা। হাওড়া ব্রিজেও নজরদারি চালাচ্ছে বিশাল পুলিস বাহিনী। যাত্রী স্ট্যান্ড ও আশপাশের এলাকায় টহল দিচ্ছে পুলিস। হাওড়া ডিভিশনের সবকটি স্টেশনে অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে। তবে ভারত বন্ধের কোনও প্রভাব পড়েনি হাওড়ায়। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে যান চলাচল। হাওড়া ব্রিজে কোনওরকম অশান্তি এড়াতে এদিন সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিস কমিশনার। বিক্ষোভের আশঙ্কায় এদিনও কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া সমস্ত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সাধারণ যাত্রীদের যাতে অসুবিধা না হয় তাই হাওড়া স্টেশন পরিদর্শন করছে পুলিসবাহিনী।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।