অশনি আবহে অন্ধ্রের সমুদ্র সৈকতে “সোনার রথ” 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: ইতিমধ্যেই অন্ধপ্রদেশের বিভিন্ন এলাকায় অশনির প্রভাব পড়তে শুরু করেছে। অভিমুখ বদলে দক্ষিণেই  ধেয়ে আসছে সাইক্লোন অশনি। এই আবহেই সমুদ্র সৈকতে ভেসে এল এক সোনার রথের মতো দেখতে এই রথরূপী কাঠামো । শ্রীকাকুলাম জেলার সুন্নাপাল্লি উপকূল এলাকায় রথের আদলে অর্থাৎ ওইখানে উদ্ধার হয় সোনার রথ এর মত দেখতে ওই কাঠামোটি । অনুমান করা হচ্ছে, মায়ানমার, মালয়েশিয়া বা থাইল্যান্ড থেকে সম্ভবত  সমুদ্রের স্রোতে ভেসে এসেছে এই কাঠামোটি।দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে যেরকম নকশা দেখা যায়, তার সঙ্গে অনেকটাই মিল রয়েছে এই কাঠামোটির। পাশাপাশি উল্লেখ্য ক্রমাগত জারি করা হচ্ছে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা । গত ৬ ঘণ্টায় অশনি ঝড়ের অভিমুখ বদলেছে। ফলে, অন্ধ্রপ্রদেশের অনেক কাছেই রয়েছে অশনি। তবে বর্তমানে অশনির আতঙ্ক ভুলে সোনার রথের আদলে এই কাঠামো দেখতে ভিড় জমিয়েছেন এলাকার বাসিন্দারা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।