আগামী দুদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

Spread the love

স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: চলতি সপ্তাহে তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আগামী শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জানা যাচ্ছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বহাল থাকবে।আজ, বৃহস্পতিবার তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি গরম এবং অস্বস্তিও থাকবে। তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, দু-তিন দিনের মধ্যে তিলোত্তমার কালবৈশাখী সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে শুক্র এবং শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায়। ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে বর্ষা শুরু হয়ে গেছে। আন্দামান সাগর পেরিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের অনেকটা এলাকা জুড়ে প্রবেশ করেছে। পরিস্থিতি অনুকূল থাকলে আগামী কয়েকদিন ধীরে ধীরে এগোবে বর্ষা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।