আজ নিজাম প্যালেস ফের তলব অনুব্রতকে 

Spread the love

স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: মঙ্গলবার বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ‘ভোট পরবর্তী হিংসা’র মামলায় তলব করেছিল সিবিআই। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। আজ, বুধবার তাঁকে গরু পাচার মামলায় ফের তলব করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে অনুব্রত ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মঙ্গলবার এর মতো শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়াতে পারেন তিনি। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসার সময় অনুব্রতকে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। সেই কথাই অনুব্রতের আইনজীবী সিবিআইকে জানাতে পারেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, অনুব্রত মন্ডল মঙ্গলবার তার হাজিরা এড়ালেও তার আয়ের হিসাব আয়কর দপ্তরের কাছ থেকে চেয়ে পাঠান সিবিআই। শুধু অনুব্রত নন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আয়ের হিসাবও চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই তিন নেতার কাছে সিবিআই আগেই তাঁদের আয়ের নথি চেয়ে পাঠিয়েছিল। বেশ কিছু নথি জমাও দেন তাঁরা। সূত্রের খবর, এই দুই নথি মিলিয়ে দেখার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।