আত্মহত্যা মামলায় দোষীসাব্যস্ত কুণাল 

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: ২০১৪ সালে প্রেসিডেন্সি জেলে আত্মহত্যার মামলায় দোষীসাব্যস্ত হলেন কুণাল ঘোষ। তবে তিনি যে বিশিষ্ট সাংবাদিক সেই কথা বিচার করে বিচারপতি মনোজ্যোতি ভট্টচার্য কোনও শাস্তি ঘোষণা করলেন না। উল্লেখ্য, ২০১৪ সাল বেআইনি অর্থ লগ্নি সংস্থা সারদার আর্থিক তছরুপের ঘটনায় অভিযুক্ত হয়ে প্রেসিডেন্সি জেলে ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সেবছরেই ১৩ নভেম্বর জেলে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন কুণাল। এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসকরা কুণালের পেটে প্রচুর ঘুমের ওষুধ পান। সেই সময়েই পুলিশ কুণালের বিরুদ্ধে জেলের ভিতরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ দায়ের হয়। সেই মামলায় পুলিশ এবং জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। কুণালের জন্য যথাযথ নিরাপত্তা ছিল না বলেও দাবী করেন বিচারপতি। মামলায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা আর্থিক জরিমানা হতে পারত কুণালের।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।