আমি সন্তুষ্ট বাবাকে দেখতে পেয়ে,” অপরাজিত” দেখে প্রতিক্রিয়ায় সত্যজিৎ পুত্র সন্দীপের 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: সত্যজিৎ রায়ের  ক্যামেরার লেন্স আবারো ফিরে এলো ”  অপরাজিত ” -র হাত ধরে।গত শুক্রবার মুক্তি পেয়েছে ছবি। তা দেখে সন্দীপ রায়ের বক্তব্য, আমি সন্তুষ্ট বাবাকে দেখতে পেয়ে। “পথের পাঁচালী”বানাতে গিয়ে যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল বিশ্ববরেণ্য পরিচালক শ্রী সত্যজিৎ রায়কে সেই কাহিনীকেই তুলে ধরেছেন পরিচালক অনীক দত্ত। ছবির ফার্স্ট লুক সামনে আসতেই মানিক বাবুর চরিত্রে জিতু কমল  প্রথমেই অবাক করেছিলেন দর্শকদের। পর্দায় সত্যজিৎ  হয়ে উঠতে বেশ পরিশ্রম করেছেন জিতু ,  এমনকী জিতু বদলে ফেলেছিলেন নিজের দাঁত কপাটিও পাশাপাশি নিজের গলার স্বর । এবং সেই ছবি দেখে নিজের প্রতিক্রিয়া দিলেন সন্দীপ রায় । পরিচালকের প্রথম প্রতিক্রিয়া ছিল ,“বাবা কে যেন সিনেমাস্কোপে দেখলাম, ছবির লাইটিং মুগ্ধ করেছে। আমি সন্ত্তষ্ট।” বর্তমানে কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে পর্যাপ্ত পরিমাণ‌ শো না পেলেও ছবি মুক্তির সাথেই  ইন্টারন্যাশনাল  পাড়ি দিয়েছে “অপরাজিত”।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।