আমেরিকায় আবার গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূত

Spread the love

সংবাদ সংস্থা: পেন্টাগনের গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিলেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত। বুধবার ভারতীয় বংশোদ্ভূত রাধা আয়েঙ্গার প্লাম্বকে আমেরিকার প্রতিরক্ষা দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি (সামরিক ক্রয় এবং স্থিতিশীলতা) মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।   অর্থনীতির ছাত্রী রাধার আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা, অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সংক্রান্ত আন্তর্জাতিক ব্যবসা এবং প্রতিরক্ষা বিষয়ক পরিসংখ্যান বিশ্লেষণের ক্ষেত্রে ‘বিশেষজ্ঞ’ হিসাবে পরিচিতি রয়েছে। ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে নিযুক্ত হওয়ার আগে আমেরিকার প্রতিরক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারির দফতরে ‘চিফ অফ স্টাফ’ পদে কর্মরত ছিলেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রাধা এক সময় লন্ডন স্কুল অফ ইকনমিক্সে শিক্ষকতা করেছেন। আমেরিকার প্রতিরক্ষা দফতরে যোগদানের আগে তিনি গুগলে কর্মরত ছিলেন। তার আগে ফেসবুকের নীতি বিশ্লেষণ সংক্রান্ত বিভাগের প্রধানের দায়িত্বও সামলেছেন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।