কবিপ্রণাম প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন এবং সারা ভারত মেতেছে ১৬১ তম জন্মবার্ষিকীতে কবিগুরুর কবি শ্রদ্ধায়।  রবীন্দ্রজয়ন্তীতে কবি-স্মরণে রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে দেশের প্রধানমন্ত্রী। আজ সকাল থেকেই গানে-গল্পে-কবিতায় রবীন্দ্র সৃষ্টির মাধ্যমে চলছে রবি-বরণ রাজ্য থেকে গোটা দেশ। সাথে রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে তিনি লিখেছেন , “গুরুদেব ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর উদ্দেশে প্রণাম জানাই ৷ ভাবনাচিন্তা ও কর্মের দ্বারা তিনি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন ৷ আমাদের দেশ, সংস্কৃতি ও নীতিকে নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি ৷ তিনি শিক্ষা, শিক্ষণ ও সামাজিক ক্ষমতায়নের উপর জোর দিয়েছিলেন ৷ ভারতকে তিনি যে ভাবে দেখতে চেয়েছিলেন, সে ভাবে দেশকে গড়ে তোলার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷” পাশাপাশি রবীন্দ্রজয়ন্তীতে কবি নিবেদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধা। কবিগুরুর শিক্ষা, সংগীত, কবিতা, আগামীদিনেও আমাদের পথ দেখাবে। আমাদের জীবনে তিনি ধ্রুবতারা হয়ে থাকবেন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।